প্রকাশিত: Sat, Dec 16, 2023 12:13 AM
আপডেট: Wed, Jul 2, 2025 10:46 AM

[১]নৌকা থাকলে লাঙ্গল নিয়ে নির্বাচন করব না: কাজী ফিরোজ রশীদ

মনিরুল ইসলাম: [২] জাতীয় পার্টির অন্যতম এই কো- চেয়ারম্যান বলেছেন, দলকে বলা আছে আমি মিত্রকে শত্রু বানাব না। নৌকার প্রার্থী প্রত্যাহার না করলে আমার নির্বাচন করার ইচ্ছে নেই  বলেন, আমি ২০ বছর যাদের মিত্র তাদেরকে কোন ভাবেই প্রতিপক্ষ করতে চাই না। আমার ঢাকা-৬ আসনে আওয়ামী লীগের প্রার্থী সাঈদ খোকন অত্যান্ত শক্তিশালী ক্যান্ডিডেট। 

[৩] শুত্রুবার তিনি সাংবাদিকদের সাথে আলাপকালে এ কথা বলেন।

[৪] তিনি বলেন, আমি গত ২ নির্বাচন আওয়ামীলীগনও তার সহযোগী সংগঠনের নেতা- কর্মীদের নিয়ে নির্বাচনী লড়াই করেছি। এবার আওয়ামী লীগের বিপক্ষে নির্বাচন করব না। আমার দল জাতীয় পার্টি যে সিদ্ধান্ত নিবে, যাকে দিবে তার পক্ষে কাজ করব। সম্পাদনা: সালেহ্ বিপ্লব